ছবি-সংগৃহীত
বৃটেনের ইতিহাসে এক ঐতিহাসিক দিন কারন ৯৬ বছর বয়স্ক রানি এলিজাবেথ ১৯৫২ সাল থেকে এই পর্যন্ত টানা ৭০ বছর ধরে সিংহাসনে আসীন রয়েছেন।
সিংহাসনে আরোহনের ৭০ বছর পূর্তি ঊপলক্ষে গতকাল বৃহস্প্রতিবার থেকে যুক্তরাজ্যে ও কমনওয়েলভূক্ত বিভিন্নদেশে নানা অনুষ্ঠান হচ্ছে।দেশটির রাজতন্ত্রের দীর্ঘ ইতিহাসে তিনিই সবচেয়ে বেশী সিংহাসনে অধিষ্ঠিত রয়েছেন।
বৃটেনে দিনের অনুষ্ঠান মালা শুরু হয় ট্রপিং দ্যা কালার নামের এক ঐতিহ্যবাহী সামরিক প্যারেড দিয়ে।লন্ডনে এর হাইট পার্কে রানীর সম্মানে মোট ৮২ বার তপোধ্ধনি করা হয়।অনুষ্ঠান দেখতে পৃথিবীর বহু দেশ থেকে হাজার হাজার পর্যটক জমায়েত হয়।
বিডি টুডে নিঊজ
আপনার মতামত লিখুন :