ছবি-সংগৃহীত
বিদ্যুৎ ও জ্বালানী সাশ্রয়ে সোমবার থেকে রাত আট টার পর সারা দেশে দোকান,বিপনী বিতান,মুদির দোকান বন্ধ রাখার সিদ্ধান নিয়েছে সরকার।আইন অনুযায়ী কোন কোন প্রতিষ্ঠান এনির্দেশনার বাইরে থাকবে তা তুলে ধরেছেন শ্রম ও কর্মসংস্হান মন্ত্রনালয়ের সচিব মোং এহছানে এলাহী।
নির্দেশনায় বলা হয়,সোমবার থেকে রাত আট টার পর ডক,জেটি,স্টেশন বা বিমান বন্দর,পরিবহন সার্ভিস টার্মিনাল অফিস,সবজি,মাংস,মাছ এছাড়াও দুগ্ধ জাতীয় সামগ্রী,রুটি,পেষ্ট্রী,মিষ্টি,এ ফুল বিক্রির দোকান,ঔষধ,অপারেশন সরন্জাম,চিকিৎসা সম্পর্কিত প্রয়োজনীয় সামগ্রীর দোকান,দাফন ও অন্তোষ্টিক্রিয়া সম্পাদনের জন্যে প্রয়োজনীয় সামগ্রী বিক্রির দোকান,তামাক,সিগারেট,পান বিক্রীর দোকান,বরফ,খবরের কাগজ,সাময়িকী বিক্রির দোকান,পেট্রোল পাম্প,নাপিতের দোকান,ক্লাব,হোটেল,রেঁস্তোরা,খাবার দোকান,সিনেমা বা থিয়েটার খোলা থাকবে।
বিডি টুডে নিঊজ
আপনার মতামত লিখুন :