সংবাদদাতা,পটিয়া
পটিয়াস্হ রশিদাবাদ গ্রামের(কাপ্তান বাড়ী) একটি বৈদ্যুতিক খুটি বহুদিন ধরে বিপদজনক অবস্হায় পড়ে আছে।
ঘটনার বিবরনে জানা যায়,জনৈক খালেক সওদাগরের পুকুর এর পাড়ে এই খুটিটি স্হাপিত হয় গত চল্লিশ বছর আগে।অতি বর্ষণজনিত কারনে পুকুর পাড়টি ভেংগে পড়ে।যার কারনে উক্ত বৈদ্যুতিক খুটিটি হেলিয়ে পড়ে।যে কোন সময় এই খুটিটি পানিতে পড়ে একটি বড় ধরনের দূর্ঘটনা ঘটতে পারে।এমনি চলাচল জনিত মানুষের মৃত্যুও ঘটতে পারে বলে এলাকাবাসী শংকা প্রকাশ করেছে।বিদ্যুৎহীন অবস্হায় থাকতে হবে পুরো এলাকাবাসীকে।
এখানে ঊল্লেখ্য যে,বিদ্যুৎ কর্তৃপক্ষককে এ ব্যপারে জানানো হয়েছে বলে এলাকাবাসী বিডি টুডে নিঊজকে জানায়।এলাকাবাসী আরো জানায়,যদি বিদ্যুৎ কর্তৃপক্ষ জনদূর্ভোগের কথা বিবেচনা করে দৃঢ় অবস্হান গ্রহন করে,খুটিটি অন্যত্রে সরিয়ে নিয়ে স্হাপন করে দেন,তাহলে এলাকাবাসী একটি বড় ধরনের দূর্ঘটনা থেকে রক্ষা পাবে।এ ব্যপারে স্হানীয় প্রশাসন ও বিদ্যুৎ কর্তৃপক্ষের জোরালো হস্তক্ষেপ কামনা করছে এলাকাবাসী।
বিডি টুডে নিঊজ
চট্টগ্রাম থেকে প্রকাশিত/
আপনার মতামত লিখুন :