পটিয়াস্হ রশিদাবাদ(কাপ্তান বাড়ী)গ্রামের একটি বিদ্যুৎ খুটি সরানোকে কেন্দ্র করে উত্তেজনার সৃষ্টি হয়।ঘটনার বিবরনে জানা যায়,কিছুদিন পূর্বে খালেক সওদাগরের বাড়ীর পার্শ্বে একটি স্হাপিত বিদ্যুৎ খুটি পুকুরের পাশ্বে হওয়াই তা পুকুরের দিকে নুয়ে পড়ে।খুটিটিতে একটি ট্রান্ফার্মার আছে।যার ফলে খুটিটি হেলিয়ে পড়ে।
স্হানীয় মুরুব্বী মুছার সাথে কথা বলে জানা যায়,এই খুটিটি এই পুকুরের পাড়ে প্রায় চল্লিশ বছর ধরে আছে।বর্ষার কারনে মাটি সরে যাওয়ায় খুটিটি বর্তমানে বিপজ্জনক অবস্হায় আছে।
স্হানীয় ব্যাক্তি লতিফ বিডি নিঊজ টুডেকে জানায়,এই বিদ্যুৎ খুটিটি বর্তমান অবস্হান থেকে সরিয়ে অন্য জায়গায় স্হাপন করা দরকার।অন্যথায় যেকোন সময় একটি দূর্ঘটনা ঘটতে পারে।এর কারনের গ্রামের অনেক লোক বিদ্যুৎহীন অবস্হায় পড়বে।এমতাস্হায় খুটিটি সরানো অত্যন্ত জরুরী।এ ব্যাপারে গ্রামের লোকজন স্হানীয় প্রশাসন ও বিদ্যুৎ কর্তৃপক্ষের হস্থক্ষেপ কামনা করছে।
আপনার মতামত লিখুন :