পটিয়াস্হ রশিদাবাদ(কাপ্তান বাড়ী) এ একটি বৈদ্যুতিক খুটি অত্যন্ত বিপজ্জনক অবস্হায় আছে।এটি যে কোন সময় মারাত্মক দূর্ঘটনা ঘটতে পারে।
ঘটনার বিবরনে জানা যায়,খুটিটি খালেক সওদাগরের পুকুরের পাড়ে অবস্হিত।খুটিটি একটি ট্রান্সফার্মার সহ পুকুরের দিকে হেলিয়ে পড়েছে।এই অবস্হায় এলাকাবাসী খুবই আতংক গ্রস্থ।যে কোন সময় একটি মারাত্মক দূর্ঘটনায় পড়তে পারে এলাকাবাসী।বিদ্যুৎহীন হয়ে পড়তে পারে অত্র এলাকার পাঁচশর মতন বাসিন্দা।
এলাকার বাসিন্দা জনৈক মুছা বিডি টুডে নিঊজকে জানায়,এ খুটিটি প্রায় গত চল্লিশ বছর ধরে এই পুকুর পাড়ে ছিল।বর্তমানে পুকুরের পাড়টি বর্ষণজনিত কারনে ভেংগে পড়ে এবং খুটিটি পুকুরের দিকে হেলিয়ে পড়ে।তাই খুটিটি সরিয়ে অন্যত্রে স্হাপন করা জরুরী।এ ব্যাপারটি তারা স্হানীয় প্রশাসন ও বিদ্যুৎ কতৃর্পক্ষকে জানিয়েছে বলে জানায়।
এলাকাবাসী এ খুটিটি অতি দ্রুততম সময়ে সরানোর জন্যে স্হানীয় প্রশাসন ও বিদ্যুৎ কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করে।
বিডি টুডে নিঊজ
চট্টগ্রাম থেকে প্রকাশিত/
আপনার মতামত লিখুন :