[gtranslate]

রযাব এর মানবাধিকার লংঘন ও অগ্রগতি বিষয়ের লক্ষ্য রাখছে যুক্তরাষ্ট্র-নুল্যান্ড


ডেস্ক রিপোর্ট
প্রকাশের সময় : মার্চ ২১, ২০২২, ১২:২৬ অপরাহ্ণ / ৭২
রযাব এর মানবাধিকার লংঘন ও অগ্রগতি বিষয়ের লক্ষ্য রাখছে যুক্তরাষ্ট্র-নুল্যান্ড

মার্কিন যুক্তরাষ্ট্র বলেছে,সম্প্রতিক মাসগুলোতে মানবাধিকার ইস্যুগুলো সামলানোর ক্ষেত্রে র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়নেক কার্যক্রমের অগ্রগতির ঊপর লক্ষ্য রাখছে।আর ঢাকা জানায়,গত ডিসেম্বর রযাবের বিরোদ্ধ্ ওয়াশিংটনের নেওয়া পদক্ষেপ সন্ত্রাসবাদ মেকাবিলায় বাংলাদেশের প্রচেষ্টাক্ প্রভাবিত  করতে পারে।

গতকাল ঢাকায় যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যেকার চলমান গুরুত্বপূর্ণ দ্বিপক্ষীয় “অংশীদারিত্ব সংলাপ” এ যুক্তরাষ্ট্রের রাজনীতি বিষয়ক আন্ডার সেক্রেটরী ভিক্টোরিয়া নুল্যান্ড বলেন,বাংলাদেশে সংঘটিত হওয়া সাম্প্রতিক মানবাধিকার লংঘনের ঘটনাবলীর ঊপর লক্ষ্য রেখেছি এবং এসবের অগ্রগতি কার্যক্রমের পর্যালাচনা করছি।গত তিন মাসের মানবাধিকার বিষয়ের প্রতিকার দেখেছি।

নুল্যান্ড অবশ্যই এই নিষেধাজ্ঞার কারনে ঢাকার উদ্বেগ ও ঊৎকন্ঠার কথা স্বীকার করেন।এবং এটিকে অত্যন্ত কঠিন ও জটিল বিষয় বলে অভিহিত করে তিনি বলেন,আমাদের অবশ্যই নিরাপত্তা ও সন্ত্রাসবাদ প্রতিরোধক সহযোগীতা খুবই গুরুত্বপূর্ণ।

বাংলাদেশের পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সাথে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় দেড় ঘন্টার স্হায়ী বৈঠকে থেকে বেরিয়ে এসে মার্কিন পররাষ্ট্র দপ্তরের জৈষ্ঠ্য কর্মকর্তা এই মন্তব্য করেন।এত ঊভয় দেশের সংশ্লিষ্ট কর্মকর্তারা ঊপস্হিত ছিলেন।

মানবাধিকার লংঘন ইস্যুতে বাংলাদেশের “ জিরো টলারেন্স” নীতিকে স্বাগত জানিয়ে নুলান্ড বলেন,সাম্প্রতিকালে সংঘটিত হওয়া মানবাধিকার লংঘন সমস্যা সমাধানের ব্যাপারে তিনি অবগত হয়েছেন।

সূত্র- বাসস