[gtranslate]

রণক্ষেত্র ঢাকা নিঊ মার্কেট এলাকা-


ডেস্ক রিপোর্ট
প্রকাশের সময় : এপ্রিল ১৯, ২০২২, ৪:২০ পূর্বাহ্ণ / ২৬৬
রণক্ষেত্র ঢাকা নিঊ মার্কেট এলাকা-

ছবি- সংগৃহীত

ঢাকা কলেজের শিক্ষার্থীর সাথে ঢাকা নিঊ মার্কেট ব্যবসায়ীদের সাথে সংঘর্ষ হয়েছে।দ্ই পক্ষ স্বশস্ত্র অবস্হানে।

সোমবার(১৮ ই এপ্রিল)রাত ১২ টায় সংঘর্ষ শুরু হয়।এই সংঘর্ষ তিন ঘন্টা চলে।
দোকানের কেনাকাটাকে কেন্দ্র করে ঢাকা কলেজের শিক্ষার্থীর সাথে নিঊ মার্কেট ব্যবসায়ীদের সংঘর্ষের সূত্রপাত হয়।রাত ১১ টার দিকে ঢাকা কলেজের তিন শিক্ষার্থী নিঊ মার্কেটে কাপড় কিনতে গেলে দোকানীর সাথে কথা কাটাকাটি হয়।এক পর্যায়ে কলেজ শিক্ষার্থীদেরকে ব্যবসায়ীরা মারধর করে।এমন খবরে ঢাকা কলেজের শিক্ষার্থারা নিঊ মার্কেটে এসে ভাংচুর শুরু করে।এতে দ্ই পক্ষের মাঝে সংঘর্ষ হয়।
পরিস্হিতি নিয়ন্ত্রনে আনার জন্যে পুলিশ রাবার বুলেট নিক্ষেপ করে।

বিডি টুডে নিঊজ
চট্টগ্রাম থেকে প্রকাশিত/