[gtranslate]

রকেট হামলায় বাংলাদেশী নাবিক হামিদুর রহমান নিহিত


ডেস্ক রিপোর্ট
প্রকাশের সময় : মার্চ ৩, ২০২২, ৮:৫২ পূর্বাহ্ণ / ৭০
রকেট হামলায় বাংলাদেশী নাবিক হামিদুর রহমান নিহিত

বাংলাদেশী জাহাজটি ইউক্রেনে কৃষ্নসাগর তীরে ২৯ জন বাংলাদেশী নাবিকসহ আটকা পড়ে।সেই জাহাজটিতে রকেট হামলা হলে নাবিক হামিদুর রহমান নিহিত হন।রকেট হামলায় জাহাজটিতে আগুন ধরে দিয়েছে। জাহাজের ক্রুরা আগুন নিভিয়ে ফেলতে সক্ষম হন।

বাংলাদেশ নৌপরিবহন মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌং বিবিসি বাংলাকে জানিয়েছন,কৃষ্নসাগরের অলিভিয়া বন্দরে জাহাজটি রকের হামলার শিকার হলে,এতে জাহাজের থার্ড ইন্জিনিয়ার হামিদুর রহমান মারা যায়।

এমভি বাংলার সমৃদ্ধি জাহাজটি ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর অলিভিয়া বন্দরে আটকা পড়ে।জাহাজটির মালিক বাংলাদেশ শিপিং কর্পোরেশন।গত ২৬ শে জানুয়ারী ভারতে মুম্বাই বন্দর হতে যাত্রা শুরু করে।তুরুস্কের ইরোগলি হয়ে তা ২২ শে ফ্ররুয়ারী ইউক্রেনের অলিভিয়া বন্দরে আটকা পড়ে।জাহাজটি বন্দরে পৌঁছানোর পরদিন ইউক্রেনে রাশিয়ার হামলা শুরু হয়।

নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ বলেন,জাহাজে থাকা বাকী ২৮ জন অক্ষত আছেন।তাদের সাথে সার্বক্ষনিক যোগাযোগ করেছে বলে মন্ত্রী জানায়।জাহাজের ক্যাপ্টেনকে সিদ্ধান্তে নিতে বলা হয়। তারা কি জাহাজে থাকবেন নাকি বেরিয়ে যাবে।