[gtranslate]

যৌথ ব্যবস্হাপনায় প্রথম ইসলামী বিশ্বের যুদ্ধ বিমান প্রকল্প-


ডেস্ক রিপোর্ট
প্রকাশের সময় : মার্চ ২, ২০২২, ১২:৫৯ পূর্বাহ্ণ / ৬২
যৌথ ব্যবস্হাপনায় প্রথম ইসলামী বিশ্বের যুদ্ধ বিমান প্রকল্প-

বিমান নির্মানে দুদেশের এ যৌথ কার্যক্রমকে অনেকে প্রথম ইসলামী বিশ্বের যুদ্ধবিমান প্রকল্প বলে অভিহিত করেন।সোমবার এমন সংবাদ প্রকাশ করেছে মিডল ইষ্ট মনিটর।পন্চম প্রজম্মের একটি যুদ্ধ বিমান ঊন্নয়নের জন্যে তুরুস্ক ও পাকিস্তান যৌথ ভাবে কাজ করছে।

তুরুস্ক ও পাকিস্তান বর্তমানে যুদ্ধবিমানগুলোকে পরিবর্তন করে নিজেদের নিজেদের বিমানবহরে আরো শক্তিশালী ও আধুনিক পন্চম প্রজম্মের যুদ্ববিমানগুলোকে নিয়ে আসতে যৌথভাবে কাজ করছে তুরুস্ক ও পাকিস্তান।তুরুস্ক ও পাকিস্তানের লক্ষ্যে নিজেদের মধ্যে পাস্পপরিক সহযোগীতা বৃদ্ধি করা।

তুরুস্ক ও পাকিস্তোনের যুগ্ধবিমান নির্মাণের এ চলমান প্রকল্পকে অনেকে প্রথম ইসলামী বিশ্বের যুদ্ধবিমান বলে অভিহিত করেন।

তুর্কির অ্যারোস্পেস ইন্ডাষ্ট্রিজ প্রধান নির্বাহী টেমেল কোটিল বলেন,দুদেশ যৌথভাবে যুদ্ধবিমানগুলোর প্রযুক্তির উন্নয়ন করা হচ্ছে।পাকিস্তান টিভিকে দেয়া সাক্ষাতকারে এসব কথা বলেন।
পন্চম প্রজম্মের যুদ্ধবিমান প্রকল্পে অনেক পাকিস্তানি গবেষক ও ছাত্ররা কাজ করে।

সূত্র-মিডল ইষ্ট মনিটর