[gtranslate]

যে দুষ্প্রাপ্য পাথরটি প্রথমবারের মত দুবাই প্রদর্শনীতে রাখা হয়-


ডেস্ক রিপোর্ট
প্রকাশের সময় : এপ্রিল ১৮, ২০২২, ৭:১৮ অপরাহ্ণ / ২২৪
যে দুষ্প্রাপ্য পাথরটি প্রথমবারের মত দুবাই প্রদর্শনীতে রাখা হয়-

ছবি- সংগৃহীত

বিশ্বের অন্যতম বিশালাকার এক বিরল প্রকৃতির আনকোরা রুবি পাথর প্রথমবারের মত দুবাইয়ে নিলামে আগে প্রদর্শনীতে রাখা হয়েছে।৮৪০০ ক্যাসেটের পাথরটির ডাক দেয়া হয়েছে বুর্জ আলহামাল।ওজন ২.৮ কিলোগ্রাম।এই পাথরটি পাওয়া গেছে তানজানিয়ার খনিতে।খবর বাসসের।

এস জে গোল্ড এন্ড ডায়মন্ড কোম্পানীর ক্যালিষ্টো কালেক্শনের অংশ হিসেবে দুবাইয়ের একটি হোটেলে এটি প্রথম প্রদর্শিত হয়েছে।কোম্পানীর ব্যবস্হাপনা পরিচালক প্যাটিক পিলাটি বলেন,এটি এখনো পর্যন্ত পাওয়া বিরলতম রুবি।এটি এখনো পরিশোধন করা হয়নি।তাই এটি প্রাকৃতিক এবং মূল্যবান।এই রুবির মূল্য ১২০ মিলিয়ন ডলার পর্যন্ত যেতে পারে বলে বিশষজ্ঞদের ধারনা।

বিডি টুডে নিঊজ
চট্টগ্রাম থেকে প্রকাশিত/