টেলিভিশন রিপোর্চার ইউনিট অব বাংলাদেশ(ট্রাব)কর্তৃক আয়োজিত স্বাধীনতার ৫০ বছর ও মুজিব বর্ষ ঊপলক্ষে “ট্রাব মিডিয়া এ্যাওয়ার্ড-২০২২ এর অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।এবারের আয়োজনে এ্যাওয়ার্ড পেতেছেন আটিষ্ট সালমা সরওয়ার কবিতা।রাজধানীর ঢাকা ক্লাবে অনুষ্ঠানটি সম্পন্ন হয়।
তথ্যা ও সম্প্রচার মন্ত্রী ড হাসান মাহমুদ এমপি এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন।ফোক সম্রাজ্ঞী ও সংসদ সদস্য মমতাজ বেগমের হাত থেকে কবিতা এ্যাওয়ার্ড গ্রহন করেন।জাতীয় প্রেস ক্লাব সভাপতি ফরিদা পারভিন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন।
অ্যাওয়ার্ড প্রাপ্তির বিষয়ে কবিতা বলেন,যে কোন স্বীকৃতিই আনন্দ দেই”।আমি নিজেকে এই জন্যে আনন্দিত ওগর্ববোধ করছি।এ আ্যাওয়ার্ড প্রাপ্তি আমাকে ভালভাবে কাজের জন্যে অনুপ্রেরনা যোগাবে।সালমা সরওয়ার কবিতা “কারিতাস মেকআপ স্টুডিও ও স্কীন কেয়ার”প্রতিষ্ঠানর স্বত্তাধিকারী।প্রতিষ্ঠানটি ডিওএইচএস মহাখালীতে অবস্হিত।
ছবি-সংগৃহীত
আপনার মতামত লিখুন :