ছবি-সংগৃহীত
যুক্তরাষ্ট্রের শিকাগোতে আনুষ্ঠানিকভাবে হিজাব পরিধান শুরু করেছে অন্তত ৫০ জন কিশোরী।শহরটির অরল্যান্ড পার্ক মসজিদে উৎসবের আমেজে কিশোরীরা হিজাব পরিধান শুরু করেছে।
গত মংগলবার এই হিজাব পরা ঊৎসবটি অনুষ্ঠিত হয়।ঊৎসবে অংশ নেয়া কিশোরীরা পোশাক পরিচ্ছেদ এখন থেকে ইসলামী ফ্যাশন অনুসরন করবে বলে সংকল্প করেন।
সুন্দর এই হিজাব অনুষ্ঠানের আয়োজন করেন সেখানকার ইসলামিক সেন্টার।প্রথমবারের মত হিজাব পরিহিতা কিশোরদের বেশ উৎফুল্ল ও ঊচ্ছুসিত দেখা যায়।এসব কিশোরীর বেশীর ভাগ যুক্তরাষ্ট্রের বিভিন্ন ইস্কুলের ছাত্রী।
সূত্র-মুসলিম এ্যারাঊন্ড দ্যা ওয়ার্ল্ড
আপনার মতামত লিখুন :