ছবি- প্রতীকী
যুক্তরাজ্যের ডার্বির একটি স্কুলে মুসলিম শিক্ষার্থীদের জন্যে পৃথক নামাজের স্হান নির্ধারন করা হয়েছে।“অ্যালভেস্টন মুর একাডেমি নামের এই স্কুলে মুসলিম শিক্ষার্থীদের জন্যে পৃথক কোন নামাজের স্হান ছিল না।ফলে শিক্ষার্থীদের নামাজ আদায় করত অতি সংকোচের সাথে।
স্কুলের প্রধান শিক্ষক মিশেল স্ট্রং বলেন,আমরা তাদের জন্যে একটি নামাজের পার্টি কিনেছি।প্রতিটি স্কুল সবার জন্যে নিরাপদ হওয়া আবশ্যক।নামাজের স্হান ও পাটি পেয়ে মুসলিম শিক্ষার্থীরা আনন্দ প্রকাশ করেছে এবং স্কুল কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়েছে।
সূত্র-রাহহিফাতেহা
আপনার মতামত লিখুন :