[gtranslate]

মোবাইল ডাটার মেয়াদ আর থাকছে না-


ডেস্ক রিপোর্ট
প্রকাশের সময় : ফেব্রুয়ারি ২৭, ২০২২, ১০:৪০ পূর্বাহ্ণ / ৭০
মোবাইল ডাটার মেয়াদ আর থাকছে না-

মোবাইল ইন্টারনেট ডাটা প্যাকেজ এর ব্যপক পরিবর্তন আনতে চলছে বিটিআরসি এই পরিবর্তনের ফলে অপারেটরদের অফারের সংখ্যা কমে যাবে এবং গ্রাহকরাও তাদের বর্তমান প্যাকেজের ডাটাও পরবর্তী প্যাকেজের সাথে পেতে যাবেন।

আগামী ১ মার্চ থেকে নতুন সিদ্ধান্তে কার্যকর করতে বিটিআরসি অপারেটরদের নির্দেশ দিয়েছেন।বিটিআরসির ভাইস চেয়ারম্যান সুব্রত রায় মৈত্র বলেন,বাজার এ অসংখ্য প্যাকেজ আছে যেগুলো গ্রাহকের মাঝে বিভ্রান্ত সৃষ্টি করছে।

নতুন নর্দেশনা অনুসারে,একটি অপারেটর তিনটি বিভাগে ৯৫ টি প্যাকেজ দিতে পারবে।এগুলো হল,নিয়মিত প্যাকেজ,গ্রাহক কেন্দ্রীক প্যাকেজ,এবং গবেষনা ও ঊন্নয়ন প্যাকেজ।

১ মার্চ থেকে গ্রাহকরা মেয়াদ শেষ হওয়ার আগে একই প্যাকেজ কিনলে অব্যবহারকৃত ডাটা এবং টকটাইম নতুন প্যাকেজে স্হান্তরনের সুবিধা পাবেন।