[gtranslate]

মোবাইলের বিরক্তিকর মেসেজ বন্ধ করবেন যেভাবে


ডেস্ক রিপোর্ট
প্রকাশের সময় : ফেব্রুয়ারি ১০, ২০২২, ১:৩০ অপরাহ্ণ / ২৭২
মোবাইলের বিরক্তিকর মেসেজ বন্ধ করবেন যেভাবে

ঢাকাঃ মোবাইলে প্রমোশনাল এসএমএস আসা বন্ধ করতে ‘ডু নট ডিস্টার্ব (ডিএনডি)’ সেবা চালু করতে হবে বলে জানিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।

বিটিআরসি বিজ্ঞপ্তির মাধ্যমে জানায়, মোবাইল ফোন অপারেটরদের নিত্যনতুন সেবা সম্পর্কে জানতে প্রমোশনাল এসএমএস/ক্যাম্পেইন সহায়ক ভূমিকা পালন করে। এরপরও ক্ষেত্র বিশেষে গ্রাহকদের কাছে প্রমোশনাল এসএমএস/ক্যাম্পেইন পাওয়া বিরক্তিকর বলে প্রতীয়মান হয়। তাই গ্রাহকদের সেবার মান আরো উন্নত করার লক্ষ্যে ‘ডু নট ডিস্টার্ব’ সেবা চালু করা যায়। মোবাইলে প্রমোশনাল এসএমএস না পেতে চাইলে ইউএসএসডি কোড ডায়াল করে চালু করা যায় ‘ডু নট ডিস্টার্ব’ সেবা।