ছবি- সংগৃহীত
ইসলাম ধর্ম গ্রহন করলেন মেক্সিকান পাইলট হোগো গোতারেস।পরে এক মুসলিম তরুনীকে বিয়ে করেন তিনি।
বৃহস্প্রতিবার আল জাজিরা জানায়,গত সপ্তাহের শুরুতেই হোগো গোতারেস ইসলামে প্রবেশ করেন।তার নব বিবাহিতর স্ত্রীর নাম ওরওয়ান বাকরি।তাদের সর্বপ্রথম সাক্ষাত হয় কুয়েতে।পরে তারা বিয়ের সিদ্ধান্ত নেন।
ওরওয়ান বকরি পরিবারের সাথে তুরুস্কের কোজায়েলি প্রদেশের ইজমিতে বসবাস করেন।তাই ইসলাম গ্রহনের জন্যে হোগো গোতারেস এখানে আসেন।পরে ইজমিতের মুফতি শায়খ রিশাদ শাফলি ও আরো কয়েক জনের ঊপস্হিতিতেই কালিমা পাঠ করে ইসলামে প্রবেশ করেন তিনি।
গোতারেস জানায়,বিস্তারিত জেনেই ইসলামে দীক্ষিত হয়েছেলের তিনি।তিনি বলেন,ইসলামের সৌন্দর্য্যে আমি মুগ্ধ।ইসলাম একটি বিজ্ঞান ও বাস্তব সম্মত ধর্ম।তিনি বলেন,একমাত্র ইসলামই দিতে পারে সব সমস্যার সমাধান।কোন ধরনের নগ্নতা ধর্মীয় বিশ্বাস হতে পারে না।যা ইসলামে নেই।ইহকাল ও পরকালের মুক্তি মিলবে একমাত্র ইসলাম ধর্মে।ইসলামে প্রবেশ করে এটাই আমার অনুভূতি।
এসময় ইজমিতের মুফতি তাকে পবিত্র কুরানের একটি প্রতিলিপি ঊপহার দেন এবং আলিঙ্গন করে বলেন,তুমিতো আমাদের ভাই হয়ে গেলে,তুমাকেতো আলিঙ্গন করতেই হয়।
সূত্র-আল জাজিরা
বিডি টুডে নিঊজ
একটি অনলাইন ইসলামিক মিডিয়া
আপনার মতামত লিখুন :