[gtranslate]

মেকানিক্যাল ইন্জিনিয়ার অবনী মিসেস ওয়ার্ল্ড-


ডেস্ক রিপোর্ট
প্রকাশের সময় : জুন ৯, ২০২২, ৯:০৬ পূর্বাহ্ণ / ১৬৫
মেকানিক্যাল ইন্জিনিয়ার অবনী মিসেস ওয়ার্ল্ড-

মিসেস ওয়ার্ল্ড অবনী

বাংলাদেশের মেয়ে ম্যাকানিক্যাল ইন্জিনিয়ার মুনজারিন অবনী।২০১৯ সালে আমেরিকার লসভেগাসে মিসেস ওয়ার্ল্ড প্রতিযোগীতায় “আ্যাম্বাসেডর আ্যওয়ার্ড”এ ভূষিত হন।

সম্প্রতি তিনি একটি কর্পোরেশনের পক্ষ থেকে ফ্যাশন আইকন হিসেবে “দ্য ফ্যশন আইকন আ্যওয়ার্ড”এ ভূষিত হন।একজন ফ্যাশন সচেতন মডেল হিসেবে তিনি বেশ জনপ্রিয়।নিজের সংসার সন্তান ঠিকঠাক মত সামলিয়ে সমাজের মানুষের জন্যে  নিরবে ও নিভৃতিতে কাজ করে যাচ্ছেন অবনী।

অবনি বলেন,সমাজের সুবিধা বন্চিত  অসহায় শিশু ও বৃদ্ধদের জন্যে নিবেদিত হয়ে কাজ করার জন্যে আমি “আ্যম্বেসেডর আ্যওয়ার্ড” এ ভূষিত হয়েছিলাম।ফ্যাশন আইকন সম্মানায় ভূষিত হওয়াটাই আমার জন্যে অনুপ্রেরনার ।আমি আগামীতেও সুবিধাবন্চিত  অসহায় শিশু ও বৃদ্ধদের জন্যে কাজ করে যেতে চাই।সমাজের মানুষের পাশে দাঁড়াতে চাই।

বাংলাদেশের জনপ্রিয় নায়িকা ববিতা ম্যাডামও সমাজের সুবিধা বন্চিত অসহায় শিশু ও বৃদ্ধদের নিয়ে কাজ করে যাচ্ছে।এটাই আমার জন্যে ভীষন অনুপ্রেরনার ও ভাল লাগার।যারা আমাকে অনুপ্ররনা দেন তারা আমার পাশে আছেন।

বিডি টুডে নিঊজ