ঊগ্র হিন্দুত্ববাদী সংগঠনগুলো মংগলবার নিহত হার্ষা নামের এক যুবক এর অন্তিমশয্যার আয়োজন করে।বিবিসির খবর অনুযায়ী,সেই যাত্রার যাত্রা পথে শহরের মুসলিম মহল্লা গুলোতে হামলা চালায় ঊগ্রবাদী হিন্দুরা।প্রচুর গাড়ী জ্বালিয়ে দেয় তারা।মুসলমানদের অনেক দোকানপাটে ভাংগচুর ও লুটপাঠ চালায়।রোববার রাতে অজ্ঞাত দুষ্কৃতিকারীরা এ ঊগ্হিরবাদী হিন্দু যুবক হারষাকে হত্যা করে।এ হত্যাকাণ্ডের পর পরিস্হিতি দ্রুত অগ্নিগর্ভ হয়ে উঠে।
মন্ত্রী ঈশ্বারাপ্পা হত্যাকাণ্ডের কয়েক ঘন্টা মধ্যে মুসলিমদের ঊপর দোষ চাপিয়ে মন্তব্য করে,মুসলিম গুন্ডারাই এ হার্ষাকে খুন করে।শহরের সংখ্যালঘু মুসলিমদের ঊপর তান্ডব চালায় ঊগ্রবাদী হিন্দুরা।
আসলাম পাশা নামে এক স্হানীয় ব্যবসায়ী হিন্দুস্তান টাইমসকে জানায়,বিজিপি নেতাদের অনেক ঊস্কানিমূলক বক্তব্যের কারনে মুসলিরা আক্রমণের নিশানায় পরিনত হয়।
তবে নিহিত হর্ষা এর পরিবার এই হত্যাকাণ্ডের বিচার দাবী করে।বলিউড তারকা কংগনা এ হত্যাকাণ্ডের বিচার চেয়ে টুইট করেছেন।
আপনার মতামত লিখুন :