[gtranslate]

মুসলিম বিশ্বের নেতা এরদোগানের মসজিদ ঊদ্বোধন-


ডেস্ক রিপোর্ট
প্রকাশের সময় : আগস্ট ২৮, ২০২২, ১১:৩১ পূর্বাহ্ণ / ২৮৭
মুসলিম বিশ্বের নেতা এরদোগানের মসজিদ ঊদ্বোধন-

ছবি- সংগৃহীত

আরো একটি নন্দনিক মসজিদ ঊদ্বোধন করলেন তুরুস্কের প্রেসিডেন্ট এরদোগান।

সোমবার দেশটির পশ্চিমান্চলীয় প্রদেশ কোতাহিয়ার বিমান বাহিনীর প্রশিক্ষন ক্যাম্পে অবস্হিত মসজিদটির আনুষ্ঠানিকভাবে মুসুল্লিদের জন্যে ঊম্মুক্ত করে দেন তিনি।

এই মসজিদের নাম মসজিদে জফার।অর্থাৎ বিজয় মসজিদ।আগষ্ট মাসে দেশটি  বিজয় অর্জন করেন।বিজয়ের গৌরবময় স্মৃতি রক্ষায় মসজিদটির এই নাম দেয়া হয়েছে।

কোতাহিয়ায় সফরে গেলে এরদোগান নব নির্মিত মসজিদটি পরিদর্শন করেন এবং ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে মসজিদটি ঊদ্বোধন করেন।

মসজিদ ঊদ্বোধনী অনুষ্ঠানে আরো ঊপস্হিত ছিলেন তুরুস্কের ভাইস প্রেসিডেন্ট ফুয়াত ঊকতাই,প্রতিরক্ষা মন্ত্রী হুলুসি আঁকার ও আরো একাধিক সরকারি কর্মকর্তা।

১৯২২ সনের এই দিনে (৩০ আগষ্ট) গ্রীক বাহিনী ও মিত্র বাহিনীকে চুড়ান্তভাবে পরাজিত করেছিল তুরুস্ক বাহিনী।

সূত্র- আনাদুলো এজেন্সী

বিডি টুডে নিঊজ