[gtranslate]

মুসলিম বান্ধবীর আচরনে মুগ্ধ হয়ে ঊগান্ডান তরুনীর ইসলাম ধর্ম গ্রহন-


ডেস্ক রিপোর্ট
প্রকাশের সময় : এপ্রিল ১১, ২০২২, ৯:০৪ অপরাহ্ণ / ১৮৩
মুসলিম বান্ধবীর আচরনে মুগ্ধ হয়ে ঊগান্ডান তরুনীর ইসলাম ধর্ম গ্রহন-

শায়খ রামজির হাতে ইসলাম গ্রহন করেন ঊগান্ডান তরুনী
ছবি- সংগৃহীত

তুরুস্কের এক বান্ধবীর আচরনে মুগ্ধ হয়ে ইসলাম ধর্ম গ্রহন করেন মার্গারেট নাগোজ্জা(২৯) নামের এক ঊগান্ডান তরুনী।

শনিবার তুরুস্কের মধ্যন্চলীয় এলাকা সিভাসের দারুল ইফতায় সেখানকার আন্চলিক মুফতি শায়খ রামজি বাহলওয়ানের হাতে কালিমায়ে শাহাদাত পাঠ করে ইসলামে দীক্ষিত হন তিনি।

মার্গারেটের ইসলাম গ্রহন উপলক্ষে সেদিন সিভাসের দারুল ইফতায় একটি সভার আয়োজন করা হয়।সভার সূচনা হয় পবিত্র কোরান তেলোয়াতের মাধ্যমে।এ সময়ে তিনি আনুষ্ঠানিকভাবে ইসলামে প্রবেশ করেন।এবং মার্গারেট বদলে নিজের নতুন নাম রাখেন মরিয়াম।

শায়খ রামজি বলেন,ইসলাম পুর্বেকার সব ভূল মাফ করে দেন।মরিয়াম ইসলাম গ্রহনের সাথে সাথেই অতীত জীবনের সব ভূল থেকে পবিত্র হয়ে গেছেন।তিনি তার অতীত জীবনের সব ভূলভ্রান্তি সম্পর্কে আর জিজ্ঞাসিত হবেন না।

সভা শেষে মরিয়মকে বিশেষ উপটৌকন এবং ঊপহার দেন তার মাতৃভাষার রচিত পবিত্র কোরানের একটি লিপিও।

বিডি টুডে নিঊজ
চট্টগ্রাম থেকে প্রকাশিত/