বিশ্বের বেশীর ভাগ মুসলিম পবিত্র রমজান মাস কাটাতে পবিত্র মক্কা মুকাররামাকে সবচেয়ে বেশী পছন্দ করে বলে জানিয়েছন,আন্তর্জাতিক একটি ট্রাভেলিং কোন্পানী।
সৌদি সংবাদমাধ্যম সাবাক নিউজ সোমবার এ বিষয়ে জানায়।
ট্রাভেলস এন্ড ট্যুর কোম্পানি নামে প্রতিষ্ঠান বিশ্বের বিভিন্ন দেশের মুসলমানদের ঊপর জরিপ চালিয়ে এ তথ্য প্রকাশ করে।তাদের দাবী রমজান অতিবাহিত করতে মক্ক মুকাররামা মুসলমানদের প্রথম পছন্দের দেশ।
এরপর তালিকায় আছে সংযুক্ত আরব আমিরাতে সবচেয়ে জনবহুল ও আকর্ষনীয় শহর দুবাইয়ের অবস্হান।অনেক মুসলমান দুবাইতে এসে রমজান কাটাতে চাই।
তৃতীয় অবস্হানে আছে তুরুস্কের ইস্তানবুল নগরী।ইস্তাবুলে এসে অনেক মুসলিম রমজান কাটাতে আগ্রহী।
সূত্র- ঊর্দু নিউজ
আপনার মতামত লিখুন :