[gtranslate]

মিয়ানমার এর বিরোদ্ধে রোহিংগা নাগরিক গনহত্যা মামলা ফের শুরু-


ডেস্ক রিপোর্ট
প্রকাশের সময় : ফেব্রুয়ারি ২২, ২০২২, ৬:০৫ পূর্বাহ্ণ / ৭৩
মিয়ানমার এর বিরোদ্ধে রোহিংগা নাগরিক গনহত্যা মামলা ফের শুরু-

আন্তর্জাতিক ন্যায় বিচার আদালতে সোমবার মিয়ানমারে সেনাবাহিনী কর্তৃক নাগরিক গনহত্যা মামলার কার্যক্রম শুরু হয়।

আন্তর্জাতিক গনমাধ্যম আল জাজিরার প্রতিবেদন থেকে জানা যায়,আন্তর্জাতিক আদালত ২০১৭ সালে রাখাইন স্টেটের রোহিংগা মুসলিম নাগরিকদের গনহত্যা বিষয়ে মিয়ানমার সরকার এর প্রাথমিক অভিযোগ সমূহর শুনানির বিষয় এর কার্যক্রম শুরু করতে যাচ্ছে বলে জানা গেছে।এই মামলার শুনানি এগিয়ে নেওয়ার ব্যাপারে বাড়তি তাগিদ দেওয়া হয়েছে বলে জানা গেছে।গত বছর ফ্রেবুয়ারীতে দেশটির সেনাবাহিনী কর্তৃক গনতন্ত্রপন্তী নেত্রী অং সং সূচীর নেতৃত্বাধীন সরকারকে হটিয়ে ক্ষমতা দখল করলে মামলা বিষয়টি জটিল হয়ে পড়ে।

২০১৯ সালে ওআইসির সহযোগিতায় আন্তর্জাতিক ন্যায়বিচারক আদালতে মামলাটি দায়ের করা হয়।মিয়ানমার সেনাবাহিনী কর্তৃক ব্যাপক ভাবে মুসলিম রোহিংগা নাগরিকদের উপর গনহত্যা,গনধর্ষন ও বসত বাড়ীতে আগুন লাগিয়ে দেওয়া হয়।যার ফলে,সাত লাখেরও অধিক লোক পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিতে বাধ্য হয়।

জাতিসংঘের তদন্ত প্রতিবদনে দেখা গেছে,মিয়ানমার সেনাবাহিনী কর্তৃক পরিচালিত ক্রেকডাঊনটি”গনহত্যার অভিপ্রায়”নিয়ে চালানো হয়েছিল।সেনাপ্রধানসহ আরো পাঁচ জন জেনারেল বিরোদ্ধে বিচার এর সূপারিশ করা হয়।

২০১৯ সনে অংসং সূচী মিয়ানমার এর পক্ষে লড়তে দ্য হেগে আন্তর্জাতিক ন্যায় বিচারক আদালতে গিয়েছিল।কিন্তু মিয়ানমার সামরিক জান্তা কর্তৃক তিনি ক্ষমতাচ্যুত হন।

সূত্র- আল জাজিরা