[gtranslate]

মিস্টির ক্ষতিকর দিকগুলো এবং অনেক অসুখের কারন মিস্টি-


ডেস্ক রিপোর্ট
প্রকাশের সময় : মার্চ ৫, ২০২২, ৯:৩০ পূর্বাহ্ণ / ২২৯
মিস্টির ক্ষতিকর দিকগুলো এবং অনেক অসুখের কারন মিস্টি-

আজকাল আমাদের সমাজে ঊৎসব পার্বনে মিস্টি খাওয়া বা পরিবেশন করাটা অপরিহার্য্যহয়ে পড়েছে।আবার মিষ্টি খাওয়া অনেকেরই অভ্যাসও।তবে এর কিছু সমসা আছে।আমরা হয়তোবা জানিনা,অনেকগুলো মারাত্মক রোগ মিস্টির কারনে হয়।বর্তমানে অনেক মানুষ চর্বির শিকার হয়ে থাকে।এটা মিস্টির কারনে।

বেশী পরিমানে মিস্টি খেলে শরীরে লিপোপ্রটিন লিপোজ তিরি হয় যা শরীরের জন্যে ক্ষতিকর।

বিশী পরিমানে মিস্টি খেলে স্ট্রোক বা হার্ট এ্যাটাকের ঝুঁকি থাকে।অতিরিক্ত মিস্টি ব্লাড প্রেসার ও ক্লোরেষ্টল বৃদ্ধি করে।যার ফলে শরীরে নানাবিধ সমসা্যা সৃষ্টি হয়।

বেশী পরিমানে মিস্টি ডায়বেটিসের ঝুঁকি থাকে॥যার ফলে মস্তিষ্কে নেতিবাচক প্রভাব পড়ে।স্মৃতিশক্তিরও লোপ পায়।

বেশী পরিমানে মিষ্টি খেলে শরীরে আলস্য লক্ষ্য করা যায়।বেশ কিছু সময় শক্তি থাকে আর বেশ কিছু সময় দূর্বলতা লক্ষ্য করা যায়।যা শরীরের জন্যে মোটেই ভাল নয় অর্থাৎ মারাত্মক ঝুকিপুর্ন।

বেশী পরিমানে মিস্টি খেলে বয়স হওয়ার আগেই বয়স্ক মনে হয়।শরীরে বিভিন্ন ধরনের দানা বা গুটি পরিলক্ষিত হয়।

বেশী পরিমানে মিস্টি জাতীয় খাবার দাবার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমিয়ে দেয়।যার ফলে শরীর দ্রুত খারাপ হতে থাকে।

বেশী পরিমানে মিস্টি খেলে ফেটি লিভার ডিজিজ হয়।যার ফলে শরীরে বিভিন্ন সমস্যা হয়।