[gtranslate]

মিমি সুপার মার্কেটে ভ্রাম্যমান আদালতের অভিযান এবং জরিমানা-


ডেস্ক রিপোর্ট
প্রকাশের সময় : এপ্রিল ২০, ২০২২, ৯:৫০ পূর্বাহ্ণ / ২৩১
মিমি সুপার মার্কেটে ভ্রাম্যমান আদালতের অভিযান এবং জরিমানা-

ভ্রাম্যমান আদালতের সদস্যরা-ছবি- সংগৃহীত

অধিক দামে পন্য বিক্রী করা এবং অননুমোদিত প্রসাধনী সামগ্রী বিক্রির অভিযোগে মিমি সুপার মার্কেটের চারটি দোকানকে বিশ হাজার টাকা জরিমানা করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত।একই সাথে ভাড়ার তালিকা প্রদর্শন না করার দায়ে দামপাড়ার সোহাগ পরিবহন এবং শ্যামলী এন আর ট্রাভেল্সকে সাত হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।

দ্রব্যমূল্য নিয়ন্ত্রনে মংগলবার(১৯ এপ্রিল)এ অভিযান পরিচালিত হয়।নির্বাহী ম্যাজিস্ট্যাট প্রতীক দত্ত এর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

তিনি বলেন,জেলা প্রশাসকের নির্দেশে এ অভিযান পরিচালিত হয়।এ সময় জরিমানার পাশাপাশি বাস কাউন্টার গুলোকে ভাড়ার তালিকা প্রদর্শন ও সরকার নির্ধারিত মূল্যে যাত্রী পরিবহনের জন্যে নির্দেশ দেওয়া হয়।

বিডি টুডে নিঊজ
চট্রগ্রাম থেকে প্রকাশিত/