[gtranslate]

মা” এর হাত নেই,পা দিয়ে সন্তান লালন-পালনের এক অসাধারন ভিডিও ভাইরাল-


ডেস্ক রিপোর্ট
প্রকাশের সময় : মে ৮, ২০২২, ১০:৫৭ অপরাহ্ণ / ১৩২
মা” এর হাত নেই,পা দিয়ে সন্তান লালন-পালনের এক অসাধারন ভিডিও ভাইরাল-

ছবি- সংগৃহীত

সন্তানকে মানুষ করতে কি না করে মা।নিজের জীবন দিতেও ভাবেন না একবারও।এমন এক লড়াকু মা এর ভিডিও ভাইরাল হলো বিশ্ব মা দিবসে।আসলে,এই মা দিবসটিতো তাদের জন্যে,যারা তার মাকে বৃদ্ধাশ্রমে রাখে।মা দিবসটি তাদের জন্যে,যারা প্রতিদিন মাকে ভাল না বেসে অবহেলা করে।এই দিবসটিতো তাদের জন্যে যারা মাকে সম্মান করে না।তাই তারা ঘটা করে হলেও,একটি দিবস মা এর জন্যে বরাদ্ধ করে।যাকে আমরা ক্ষুদ্র জ্ঞানে বুঝি”মা দিবস”।এটা মাকে নিয়ে এক ধরনের প্রহসন বা তামাশা করার সামিল।যাক,নাই মামার চেয়ে কানা মামাই ভাল।

রোববার ভাইরাল হওয়া এই ভিডিও দেখা যাচ্ছে,জন্মগত ভাবে হাত নাই এমন এক মা এর ছবি।যিনি পা দিয়ে জামা পরাচ্ছে সন্তানকে।এ মা এর চেয়ে বড় যোদ্ধা আর নাই।

গনমাধ্যম সূত্রে জানা যায়,ঐ মা বেলজিয়ামের শিল্পী সারাহ তালবি।যিনি কিনা পা দিয়ে তার ছোট্ট সন্তানের জামা খুলে দেন।তারপর অন্য একটি জামা আবার একই ভাবে পরিয়ে দেন।

এই ছবিটি তালবি দিয়েছিলেন,নিজের ইঊটিঊব চ্যানেলে।মা দিবসে ভিডিওটির একটি সংক্ষিপ্ত রুপ ছড়িয়ে পড়েছে বিশ্বজুড়ে।

সূত্র-আনন্দবাজার

বিডি টুডে নিঊজ

চট্টগ্রাম থেকে প্রকাশিত/