[gtranslate]

মায়েরা সন্তানদের জন্যে কতটা ত্যাগী,ত্যাগী মা এর গল্প- “প্রাচীর”


ডেস্ক রিপোর্ট
প্রকাশের সময় : মার্চ ২৪, ২০২২, ৮:১৩ অপরাহ্ণ / ২৮৯
মায়েরা সন্তানদের  জন্যে কতটা ত্যাগী,ত্যাগী মা এর গল্প- “প্রাচীর”

ছবি- সংগৃহীত

সন্তানের প্রতি মা এর মমতা ও অগাধ ভালবাসার বিষয় নিয়ে নির্মিত হয়েছ নাটক “প্রচার”।নিজের গল্পের নাটকটি পরিচালনা করেছে নির্মাতা সজিব চিশতি।নাটকটিতে জুটি বেধে অভিনয় করেছে হাসান জাহাংগীর ও নাজিয়া হক অর্ষা।অন্যান্যের মাঝে আছেন মুনিরা মিঠু,মৌ শিখা ও শাহরিয়ার চয়ন ও আইভী।

নির্মাতা জানান,সন্তানের জন্যে একজন মা কতটা ত্যাগী ও সাহসী হয়ে ঊঠতে পারে,সেটাই এই নাটকের মূল বিষয়।নাটকের বিবরনে বলা যায়,আয়শা বেগম সারা জীবন অভাব অনটনের মধ্যে বাস করলেও,সে কখনো চাই না,তার মেয়েও অভাবের মাঝে জীবন কাটুক।মেয়ের সূখের কথা ভেবে বড় লোক জামাইয়ের নিকট মেয়েকে বিবাহ দেন।কিন্তু একটা সময় গিয়ে সে বুঝতে পারে,টাকাই মানুষের আসল সূখ নয়।

নাটকটিতে মা চরিত্রে অভিনয় করেছে,মুনিরা মিঠু।মেয়ে চরিত্রে রয়েছে নাজিয়া হক অর্ষা।আর মেয়ের জামাই চরিত্রে হাসান জাহাংগীর অভিনয় করেছে।এ প্রসংগে মুনিরা মিঠু বলেন,সজিবের নাটকে অভিনয় করতে স্বচছন্দ্যবোধ করি।প্রাচীর নাটকটি দর্শকদের মনে জায়গা করে নেবে এটাই আমার প্রত্যশা।

সূত্র- বাংলানিউজ

বিডি টুডে নিঊজ