[gtranslate]

মাহরাম ছাড়াই নারীদের ওমরাহ পালনের সুযোগ-


ডেস্ক রিপোর্ট
প্রকাশের সময় : মার্চ ২৬, ২০২২, ১০:২৮ অপরাহ্ণ / ১৭৫
মাহরাম ছাড়াই নারীদের ওমরাহ পালনের সুযোগ-

ওমরাহ পালনকারীদের বিমানবন্দরে স্বাগত জানাচ্ছে॥ছবি – সংগৃহীত

মাহরাম ছাড়াই(পুরুষ অভিবাবক)ছাড়াই নারীদের ওমরাহ পালনের সূযোগ দিবে সৌদি আরব।তবে তাকে কোন হজ্ব কাফেলার সাথে অন্ত্রভূক্ত হতে হবে।খবর গালফ নঊজ।

সৌদি হজ্ব ও ওমরাহ মন্ত্রনালয় ঘোষিত নতুন সিদ্ধান্ত অনুযায়ী ওমরাহ বা হজ্ব আবেদনকারী নারীকে অবশ্যই এক ডোজ করোনার টিকা নেয়াও চলবে।তবে তাকে নিশ্চিত করতে হবে যে,তিনি কোন রোগে আক্রান্ত নন।

গত পাঁচ বছর হজ্ব করেনি সৌদিতে অবস্হানকারী ব্যাক্তিরাও এ বছর হজ্ব করতে পারবে।

সৌদি আরবে হজ্ব মন্ত্রনালয় ২০২১ সালে গ্রুপে অন্ত্রভূক্ত থাকার শর্তে নারীদের মাহরাম ছাড়াই হজ্ব বা ওমরাহ পালনের অনুমোদন দেয়।

সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সংস্কারবাদী শাসনের অংশ হিসেবে এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে।নারীদের গাড়ী চালানোরও অনুমোদন দেয়া হয়।

বিডি নিঊজ ডেস্ক-