[gtranslate]

মার্কিন প্রবাসী নারীর অন্তর্বাস থেকে ৭ কেজি সোনা ঊদ্ধার-


ডেস্ক রিপোর্ট
প্রকাশের সময় : এপ্রিল ১৯, ২০২২, ৭:২৩ অপরাহ্ণ / ২৭৪
মার্কিন প্রবাসী নারীর অন্তর্বাস থেকে ৭ কেজি সোনা ঊদ্ধার-

হযরত শাহ আন্তর্জাতিক বিমান বন্দরে সাত কেজি সোনাসহ মার্কিন প্রবাসী এক নারীকে আটক করেছে ঢাকা কাস্টমস হাউস।৭ নং বোডিং ব্রীজ থেকে ঐ যাত্রীকে আটক করা হয়।তার অন্তর্বাসে প্রায় সাত কেজি সোনা লুকানো ছিল।

আটককৃত নারীর নাম শাহনাজ চৌং।বয়স ৫৪।যুক্তরাষ্ট্রের নাগরিক।
মংগলবার(১৯ এপ্রিল)ঘটনাটি নিশ্চিত করেছে কাস্টমস উপকমিশনার সানোয়ারুল কবীর।

তিনি বলেন,গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়।প্রিভেন্টিভ দলের সদস্য বিমানবন্দর জুড়ে নজরদারি রাখে।সকাল ৮টা ৪০ মিনিটে এমিরেটস এয়ার লাইনস এর একটি ফ্লাইট(ইকে ৫৮২)শাহ জালাল বিমান বন্দরে এসে পৌঁছে।এ সময় যাত্রী শাহনাজ চৌং শনাক্ত করা হয়।প্রথমে তাকে জিজ্ঞাসাবাদ করলে তিনি সবকিছু অস্বীকার করে।

সানোয়ারুল কবীর আরো বলেন,যাত্রী শাহনাজ চৌং দুবাই ট্রানজিট করে আমেরিকা থেকে বাংলাদেশে আসেন।তার নিকট থেকে ৫৯ পিস সোনার বার ঊদ্ধার করা হয়।যার আনুমানিক বাজার মূল্য ৫ কোটি টাকা।তার বিরুদ্ধে ফৌজদারি ও কাস্টমস আইনে দুইটি মামলা করা হবে বলে কর্মকর্তারা জানিয়েছেন।

বিডি টুডে নিঊজ
চট্টগ্রাম থেকে প্রকাশিত/