ইতিহাস সৃষ্টি করলেন আমেরিকান মুসলিম নারী মরিয়ম খান।মার্কিন ইতিহাসে প্রথম মুসলিম নারী হিসেব বিশেষ নির্বাচনে ঊন্ডসোর ও হার্টফোর্ট থেকে “হাউস অব রিপ্রেন্টেটিভ”এর সদস্য নির্বাচিত হন মরিয়াম খান।অবশ্য সাধারন পরিষদে মুসলিম নারী হিসেবে তিনি দ্বিতীয়।
মরিয়ম খান ২০১৭ সালে উইন্ডসোর বোর্ড অব এডুকেশনের সদস্য নির্বাচিত হন।এছাড়া মসজিদে তরুন নারীদের জন্যে “মেন্টর” হিসেবে কাজ করেন।
বেসরকারী ফলাফলে দেখা গেছে,ডেমোক্র্যাট প্রার্থী মরিয়ম খান প্রায় ৭৫ শতাংশ ভোট পেয়ে রিপাবলিকান প্রার্থী ডব্লিউ জেকসনসহ অন্যন্যদের পরাজিত করেন।তিনি কানেক্টিকাট স্টেট ইউনিভার্সিটি থেকে বিশেষ শিক্ষা বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন।মরিয়াম খান পাকিস্তানি।তার পরিবার ১৯৯৪ সালে পাকিস্তান থেকে যুক্তরাষ্ট্রে পাড়ি জমায়।
সূত্র-সিটিইনসাইডার
ছবি- সংগৃহীত
আপনার মতামত লিখুন :