[gtranslate]

মান্কিপক্স আক্রান্ত সন্দেহে একজনকে হাসপাতালে ভর্তি-


ডেস্ক রিপোর্ট
প্রকাশের সময় : জুন ৮, ২০২২, ১১:৪২ অপরাহ্ণ / ১২৯
মান্কিপক্স আক্রান্ত সন্দেহে একজনকে হাসপাতালে ভর্তি-

ছবি- সংগৃহীত

ঢাকার হযরত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মান্কিপক্স সন্দেহে এক তুর্কি নাগরিককে হাসপাতালে আইসোলেসনে পাঠানো হয়েছে।মংগলবার (৭ জুন)দুপুর বার টায় তুর্কি এয়ারলাইন্সে আলসি আলতি(৩২) নামের ব্যক্তি ইমিগ্রেশন পার হওয়ার সময় মান্কিপক্স আক্রান্ত বলে সন্দেহ হলে তাকে বিমান বন্দর হেল্থ সেন্টারে নিয়ে যাওয়া হয়।

পরে তাকে সংক্রামক ব্যাধি হাসপাতালে পাঠানো হয়েছে।সেখানে তাকে আইসোলেশনে রাখা হয়।তার রক্তের নমুনা পাঠানো হয়েছে আইইডিসিারের পরীক্ষাগারে।

বিডি টুডে নিঊজ