[gtranslate]

মাদক কারবারি ডিবি পুলিশের হাতে আটক


ডেস্ক রিপোর্ট
প্রকাশের সময় : ফেব্রুয়ারি ২২, ২০২২, ১১:৪০ পূর্বাহ্ণ / ৭২
মাদক কারবারি ডিবি পুলিশের হাতে আটক

নোয়াখালীত বেগমগন্জ ঊপজেলার ১১ নং দুর্গাপুর ইঊনিয়নে সোমবার রাত ১০ চার দিকে অভিযান চালিয়ে বিদেশী মদসহ এক মাদক কারবারি আটক করে ডিবি পুলিশ।ডিবি পুলিশ এ সময় আটককৃত আসামীর নিকট থেকে ৩৭ বোতল বিদেশী মদ জব্দ করা হয়।

ডিবি পুলিশ তাকে চিফ জুডিশিয়াল ম্যজিষ্ট্যাড আদালতে মংগলবার সোপার্দ করে।

জানা গেছে,বেগমগন্জ ঊপজেলার দুর্গাপুর  ইঊনিয়নের বাসিন্দা আব্দুল মোতালেব এর ছেলে কামরুল হাসান(সজল) দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছিল।গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশে একটি দল তাকে আটক করে।

ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)মো  সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।আসামির বিরোদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা করা হয়।