আজ সোমবার(৩০ মে)মহানগর আওয়ামীলিগের সম্মেলন চলছে চট্টগ্রামের পাঁচলাইশের একটি কমিঊনিটি হলে।এই সম্মেলনকে কেন্দ্র করে প্রবর্তক মোড় থেকে পাচলাইশ থানার সামনে পর্যন্ত সড়কটি বন্ধ রয়েছে।এতে দূর্ভোগে পড়েছে রোড় ব্যবহারকারী সাধারন জনগন।পাশের আবাসিক এলাকার ভিতরের রোডটিও বন্ধ।
অনেক রোগী চিকিৎসা নিতে এসে চরম দুর্ভোগে পড়েছে।রওশন নামের এক মহিলা রোগী বিডি টুডে নিঊজকে জানায়,আমি মাকে নিয়ে এসেছি,টেস্ট করানোর জন্যে।আমার মা এর জ্বর।ডাক্তার এর চিকিৎসা প্রয়োজন।এখন কি হবে বুঝতে পারছিনা।রাস্তায় রিক্সা সিএনজি পাওয়া যাচ্ছে না।
পাচলাইশ থানার ওসি নাজিম ঊদ্দিন জানায়,সড়ক আপাতত বন্ধ থাকলেও রোগীদের ক্ষেত্রে আমরা সহযোগীতা করছি।রোগী চলাচলের ব্যবস্হা করে দিচ্ছি।
বিডি টুডে নিঊজ
আপনার মতামত লিখুন :