[gtranslate]

মসজিদ নির্মান ও পরিচালনা-


ডেস্ক রিপোর্ট
প্রকাশের সময় : জুন ১, ২০২২, ৯:০৩ পূর্বাহ্ণ / ২১৩
মসজিদ নির্মান ও পরিচালনা-

প্রতীকী ছবি

মাহাবুবুল আলম মুন্না-

মসজিদ মহান আল্লাহর ঘর।এই ঘর মহান আল্লাহ তায়ালার ইবাদতের উদ্দেশ্যে নির্মান করা হয়।বর্তমানে মসজিদ নিয়ে এক শ্রেনীর মানুষ সভাপতি সেক্রেটারী হওয়ার জন্যে হামলা  মামলা পর্যন্ত করে।এমন লোক আছে যাদের ন্যুনতম ধর্মীয় এলেম শিক্ষা নাই।অর্থাৎ যোগ্যতার মাপকাটিতে জিরো।অনেকে  মসজিদে এসে নানান কাজ করে থাকে এলাকার মানুষের নজরে আসার চেষ্টা করে।অনেকে মসজিদের টাকা নিজেদের কাজে ব্যবহার করছে।অর্থাৎ আল্লাহ ঘর মসজিদকে মনে করে,নিজের বাপ দাদার সম্পত্তি॥যাহা মোটেই কাম্য নয়।মসজিদে  দায়িত্বে থাকা ব্যক্তিদের মসজিদ ঊন্নয়নের পাশাপাশি রক্ষনাবেক্ষন এবং আদবের  প্রতি লক্ষ্য রাখতে হবে।

মসজিদ আরবি শব্দ।এর আভিধানিক অর্থ হচ্ছে “সিজদার স্হান।”পরিভাষায় ঐ স্হানকে মসজিদ বলা হয়।যার মালিক এই বলে বানিয়ে দিল যে,আমি এটাকে মসজিদ বানালাম এবং ঐ স্হানে যাওয়ার রাস্তাও পৃথক করে দেয় এবং নামাজ পড়ার জন্যে অনুমতি দিয়ে দেয়।যদি একজন মুসলমানও নামাজ পড়ে তাহলে মালিকের মালিকানা চলে যাবে।(কাওয়াইদুল ফিকহ-৪৮৩)-চলবে-

বিডি টুডে নিঊজ