মসজিদ নির্মান ও পরিচালনা-পর্ব(২)
প্রতীকী ছবি-
মাহাবুবুল আলম মুন্না-
মহান আল্লাহ তায়ালা মসজিদের দায়িত্ব পালন করার জন্যে কিছু বৈশিষ্ট্য ও ক্রাইটেরিয়া নির্ধারন করে দিয়েছেন,আল্লাহ তায়ালা বলেন,এমন হতে পারে না যে,মুসরিকরা আল্লাহর মসজিদ সমূহ রক্ষনাবেক্ষন করবে যখন তারা কুফরির স্বীকৃতিদাতা।তাদের সব কর্ম নিষ্ফল এবং তারা জাহান্নামে স্হায়ীভাবে থাকবে।(সূরা-তওবা-১৭)
- মসজিদে যারা দায়িত্ব নেবে তাদের পরিপূর্ন ঈমানদার হতে হবে।
- পরকালের প্রতি বিশ্বাস স্হাপন করতে হবে।আখিরাতের প্রতি পূর্ন বিশ্বাস না থাকলে পরিপূর্ন ঈমানদার হওয়া যায় না।
- মসজিদের যিনি দায়িত্ব পালন করবে,তিনি আল্লাহ ছাড়া কাউকে ভয় করতে পারে না।কুরান ও সুন্নাহর বিধান অনুযায়ী মসজিদ পরিচালিত হবে।
- মসজিদ পরিচালনাকারীকে পাঁচ ওয়াক্ত নামাজী হতে হবে।
- মসজিদ পরিস্কার পরিচ্ছন্ন রাখতে হবে।হযরত আবু সাঈদ কুদরি(রাঃ) তিনি বলেন,রাসূল সাঃ এরশাদ করে,যে ব্যক্তি মসজিদ থেকে কষ্টদায়ক বস্তু বিদূরিত করবে আল্লাহ তার জন্যে জান্নাতে একটি ঘর নির্মান করবে।”(ইবনে মাজাহ)
মসজিদ আল্লাহর ঘর।এমন কোন কাজ করা যাবে না,যাতে মসজিদে আদবের সামান্যতম খেলাফ হয়।যেহেতু মসজিদ সমূহ আল্লাহ নিদর্শন সমূহের অন্যতম।তাই আল্লাহর নিদর্শন সমূহের সম্মান রক্ষা করা প্রতিটি ঈমানদার মুসলমানের নৈতিক দায়িত্ব।
বিডি টুডে নিঊজ
আপনার মতামত লিখুন :