ছবি- সংগৃহীত
কাজাখস্হানের মধ্য এশিয়ার সবচেয়ে বড় মসজিদ ঊদ্বোধন করা হয়েছে।শুক্রবার (১২ আগষ্ট) রাজধানীর নুর সুলতানে এ মসজিদটি দেশটির সাবেক রষ্ট্রপ্রতি রসুলতান নাজারভায়েভের ঊপস্হিতে খুলে দেয়া হয়।
ঊদ্বোধনকালে নাজাভায়েভ বলেন,এই পবিত্র দিনে আমরা খাজাকের রাজধানীতে সুন্দর মসজিদটি খুলে দিয়েছি।মসজিদটি শুধু রাজধানীর জন্যে নয়,সব মানুষের জন্যে এবং মুসলমানদের জন্যে গুরুত্বপূর্ণ।আমি মহান আল্লাহর নিকট শুকরিয়া আদায় করতে চাই,কারন আমিই প্রথম মসজিদটির নির্মান কাজ শুরু করেছিলাম।
এটি বিশ্বের ১০ টি বৃহত্তম মসজিদের মধ্যে একটি,যেটিতে ২ লাখ ৩৫ হাজার মানুষের এক সংগে নামাজ আদায় করার ব্যবস্হা আছে।
বিডি টুডে নিঊজ
আপনার মতামত লিখুন :