[gtranslate]

মধ্যপ্রাচ্যে রমজান ৩০ টি-আইএসি


ডেস্ক রিপোর্ট
প্রকাশের সময় : এপ্রিল ৩০, ২০২২, ৮:২৮ অপরাহ্ণ / ১৭০
মধ্যপ্রাচ্যে রমজান ৩০ টি-আইএসি

আবুদাবি ভিত্তিক সংস্হা ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল সেন্টার (আইএসি)জানিয়েছে,মধ্যপ্রচ্যের দেশগুলোতে আজ শনিবার(৩০ এপ্রিল)পবিত্র শাওয়ালের চাদ দেখা যাওয়ার কোন সম্ভাবনা নাই।ফলে এঅন্চলে সিয়াম ৩০ টি পূর্ন হতে পারে।অর্থাৎ এতদ অন্চলে সোমবার(২ মে)পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে।

বিবৃতিতে আইএ সি জানিয়েছে,তারা রমজানের শেষে দিকের অতিসরু চাদটি কোনমতে চিহ্নিত করতে সক্ষম হয়েছে।যার অর্থ আজ ইসলামি বিশ্বের দেশগুলো থেকে শাওয়াল মাসের চাঁদ দেখা অসম্ভব হতে পারে।

বিডি টুডে নিঊজ

(একটি ইসলামিক মিডিয়া)

চট্টগ্রাম থেকে প্রকাশিত/

সুত্র-গালফ নিঊজ