[gtranslate]

মডেল লাবন্য বিন্দু অভিনেত্রী হতে চান-


ডেস্ক রিপোর্ট
প্রকাশের সময় : মার্চ ২২, ২০২২, ৯:০২ পূর্বাহ্ণ / ২৬১
মডেল লাবন্য বিন্দু অভিনেত্রী হতে চান-

বর্তমান প্রজম্মের দর্শ্কপ্রিয় একজন মডেল লাবন্য বিন্দু।বিজ্ঞাপন দুনিয়ায় তার খুব চাহিদা আছে।কিন্তু প্রবল আগ্রহ একজন অভিনেত্রী হিসেবে নিজেকে পরিচিতি করানো।

এব্যাপারে জানতে চাইলে তিনি বলেন,আমার খুব ইচ্ছে ছিল আমি একজন ভাল অভিনেত্রী হবো।কিন্তু বিজ্ঞাপনের কাজ নিয়ে আমাকে এতো বেশী ব্যস্হ থাকতে হয় যে,বিজ্ঞাপন কাজের জন্যে আগে থেকে শিডিউল দেয়া থাকে।যার জন্যে নাটকে অভিনয় করার সুযোগ হয় না।তাই নাটকে অভিনয় করা হয়ে ঊঠে না।তবে আমি ভীষণভাবে শুকরিয়া আদায় করি যে,আমি বিজ্ঞাপন নিয় ব্যস্হ সময় কাটাচ্ছি।এটাই আমার নিকট সূখের বিষয়।আল্লাহ হয়তো আমার জন্যে এটাই নির্ধারণ করে রেখেছে।তবে আমার ইচ্ছ,আমি যেন অভিনয় করতে পারি।কারন অভিনয় করতে আমার ভীষন ভাল লাগে।

২০১২ সালে বিপ্লব সাহা আয়োজিত “ শারদ সাজে রং এর দিদি” অভিনয় করে চ্যাম্পিয়ন হয় লাবন্য বিন্দু। তার আসল নাম কিন্তু লাব্ন্য বিন্দু নয়,শাহনাজ পারবিন লাবনী।প্রতিযোগীতায় চ্যাম্পিয়ন হওয়ার পর বিঊটি এক্সপার্ট কানিজ আলমাস খান তার নাম পরিবর্তন করে মিডিয়ার জন্যে রাখেন লাবন্য বিন্দু।এই নামেই এখন পরিচিত তিনি। এই পর্যন্ত লাবন্য বিন্দু আশিরটিরও অধিক বিজ্ঞাপনে কাজ করেছে।

বিডি টুডে নিঊজ-