[gtranslate]

ভূবন ভুলানো হাসি আর রুপে- গুনে শীর্ষে মাধুরী দীক্ষিত-


ডেস্ক রিপোর্ট
প্রকাশের সময় : মার্চ ১৪, ২০২২, ১২:২৯ অপরাহ্ণ / ২২২
ভূবন ভুলানো হাসি আর রুপে- গুনে শীর্ষে মাধুরী দীক্ষিত-

সেই আশির দশক থেকে এখনো রুপে গুনে আর ভূবন ভুলানো হাসিতে দর্শকদের মহাবিষ্ট করে রেখেছে বলিউড অভিনেত্রী মাধুরী দীক্ষিত।শুধু রুপে আর হাসিতে নয়,নাচেও মাধুরী বেশ পারদর্শী।

বড় পর্দার পর ওটিট প্ল্যাটফরমেও হৈচৈ ফেলে দিয়েছেন তিনি।তার অভিনীত “ দ্য ফেম গেম”নেটপ্লিক্সে ঢেউ তুলেছে।রোমাঞ্চকর ফ্লিমটির মাধ্যমে অভিষেক হয়েছে তার।

৫৪ বছর বয়সী এই অভিনেত্রী নিজের টুইটার একাউন্টে জানিয়েছেন,দ্য ফেম গেম”প্রথম সপ্তাহে দর্শক সংখ্যায় নেট প্লিক্সের বেশ কয়েকটি ভারতীয় সিরিজ ও চলচ্ছিত্রকে ছাড়িয়ে গেছে।নেটপ্লিক্সের টপ টেন টিভি চার্টের এখন ছয় নম্বরে আছে মাধুরী দীক্ষিত।

ছবি- সংগৃহীত