হিজাব হলো মুসলমানদের পোষাক।অর্থাৎ শালীনতার প্রতীক।এই পোষাককে বলা হয়,পোষাক এর মডেল।নারীর নিরাপত্তার প্রতীক ।এই হিজাবকে কেন্দ্র করে ভারতসহ সব দেশে চলছে ধর্মীয় উত্তেজনা ওবিক্ষোভ।অথচ এই ধর্মীয় স্বাধীনতার পোষাক হিজাব পরিহিত অবস্হায় ক্লাস নেয়া যাবে না,কর্তৃপক্ষের এমন সিদ্ধান্তের প্রতিবাদে চাকরী থেকে ইস্তফা দিয়েছে বেসরকারী বিদ্যালয়ের এক অতিথি শিক্ষক।গত তিন বছর ধরে তিনি ঐ কলেজে ইংরেজী পড়াতেন।
শুক্রবার হিজাব নিষিদ্ধ করার বিরুদ্ধে বিক্ষোভ দেখিয়েছিল্ন কর্নাটকের শিবমোগা জেলার একটি বিদ্যালয়ের ছাত্রীরা।যার ফলস্বরুপ ৫৮ জন শিক্ষার্থীকে বহিস্কার করা হয়।
আপনার মতামত লিখুন :