ভারতে করোনা সংক্রমন কমলেও,মৃত্যু ঊর্ধ্বমূঁখী হারে চিন্তা জারি থাকছে।স্বাস্হ্য মন্ত্রালালয়ের পরিসংখ্যান অনুযায়ী,গত ২৪ ঘন্টায় কোভিড পজিটিভ হয়েছে ১৩৩০৫ জন।সোমবার এই সংখ্যা ছিল ১৬ হাজারও অধিক।একদিনে মৃত্যু হয়েছে ২৩৫ জন।যা গতদিনের চেয়ে বেশী।এঁখন কোভিড সংক্রমন এর হার ১.২৪ শতাংশ।
স্বাস্হ্য মন্ত্রানালয়ের বুলেটিন অনুযায়ী,এ পর্যন্ত মোট সুস্হ হয়ে ঊঠেছে ৪ কোটি ২১ লাখ ৫৮ হাজার।দেশে করোনার মৃত্যু ৫ লাখ ১২ হাজার ৩৪৪ জনের।সুস্হতার দিকে অনেকটা এগিয়ে ভারত।বয়স্ক এবং প্রথম সারির কোভিড যোদ্ধাদের বুস্টার ডোজ দেওয়ার প্রক্রিয়াও চলছে দ্রুতগতিতে।চলছে ছোটদের টিকাকরন।
আপনার মতামত লিখুন :