[gtranslate]

ভারতের জ্ঞানবাপি মসজিদে নামাজ আদায়ে বাঁধা দেয়া যাবে না-সুপ্রিম কোর্ট


ডেস্ক রিপোর্ট
প্রকাশের সময় : মে ১৮, ২০২২, ৯:৫০ পূর্বাহ্ণ / ১৭৬
ভারতের জ্ঞানবাপি মসজিদে নামাজ আদায়ে বাঁধা দেয়া যাবে না-সুপ্রিম কোর্ট

ছবি-সংগৃহীত

ভারতের বানারসির ঐতিহ্যবাহী জ্ঞানবাপি মসজিদে মুসল্লিদের বৃহৎ জামাত বন্ধের যে আদেশ নিম্ম আদালত দিয়েছিল তা বাতিল করেছে দেশটির সুপ্রিম কোর্ট।বরং ঐ মসজিদে অজুর জন্যে নির্ধারিত পুকুরে “শিবলিঙ্গ “পাওয়ার যে দাবী করা হয়েছে তার সত্যতা বিচারের জন্যে শুধু ঐ স্হানের সুরক্ষার ব্যবস্হা করতে হবে।কিন্তু মুসলমানদের মসজিদে প্রবেশের ও নামাজে কোন বাঁধা দেয়া চলবে না।খবর বিডি নিঊজের।