মোহাম্মদ ইসমাইল,দওহারা ফালাক ও শেখ আকসা।ছবি-সংগৃহীত
ভারতীয় সংবাদ মাধ্যম মুম্বাই উর্দু টাইমস জানায়,দাওহারা ফালাক ও শেখ আকসা নামের হিজাব পরিহিতা দুই ছাত্রী রাজ্যে মেধা তালিকার শীর্ষ প্রথম ও দ্বিতীয় স্হান অধিকার করেছেন।অপরদিক বোর্ড সেরা তৃতীয় স্হান অধিকার করেছে মোহাম্মদ ইসমাইল ঘাঁটি নামের একজন মুসলিম যুবক।
তাদের এমন সাফল্যে অনেক লোককে বিব্রতকর অবস্হা ফেলেছে।যেমন অনেকে বলতো,মুসলিম নারীরা শুধু হিজাব পড়তে জানে।পড়ালেখা জানে না।কিন্তু তারা এটাই প্রমান করেছে,হিজাব ও বোরকা লেখাপড়া করার জন্যে কখনো প্রতিবন্ধক নয়।
বিডি টুডে নিঊজ
আপনার মতামত লিখুন :