[gtranslate]

ভারতীয় শিক্ষার্থীদের সাহায্যে আকাশ সীমা খুলে দিল পাকিস্তান-


ডেস্ক রিপোর্ট
প্রকাশের সময় : মার্চ ৩, ২০২২, ১০:২৮ পূর্বাহ্ণ / ৫২
ভারতীয় শিক্ষার্থীদের সাহায্যে আকাশ  সীমা খুলে দিল পাকিস্তান-

ইউক্রেনে রাশিয়ার হামলার মাঝে আটকে পড়া ভারতীয় শিক্ষার্থীদের দেশে দেশে ফেরাতে,পাকিস্তান তাদের আকাশ সীমা খুলে দিয়েছে।এভাবে ভারতকে সাহায্যে করছে পাকিস্তান।পাকিস্তান বলেছে,ভারত আমাদের যতই শত্রু ইউক,এসব মানবতার বিষয়।তাই আমাদের সহযোগীতা অব্যহত থাকবে।

এয়ার ইন্ডিয়ান বিমানে ভারতীয়রা দেশে ফিরছে।ইউক্রেনের সংকট জনক পরিস্তিতে একে অপরকে সাহায্য করছে বলে পাইলট জানায়। ভারতীয় শিক্ষার্থীরা রোমানিয়া ও হাংগেরি হয়ে দেশে আসছে।

রোমানিয়ার বুখারেষ্ট থেকে এয়ার ইন্ডিয়ার দুইটি বিমান যথাক্রমে ২৪০ জন এবং ১৯৮ জন যাত্রী নিয়ে রোববার দিল্লী পৌঁছেছে।এই বিমানগুলো বিশেষ চাটার্ড হিসেবে পরিচালিত হচ্ছে।২৪০ জনকে নিয়ে আসা বিমানের পাইলট ক্যাপটেন অচিন্ত ভরদ্বাজ বলেন,পাকিস্হানসহ সব এয়ার ট্রাফিক কন্ট্রোল এ অভিযানকে সমর্থন করেছে।ক্যাপটেন ভরদ্বাজ বলেন,পারিস্হানও কোন কারন জিজ্ঞেস না করে আমাদের সরাসরি বিমান রুট দিয়েছে।