ব্যবসা বানিজ্যের জৌলুস ও যাতায়তে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে এবাংগালী নদী।সারাবছরই এ নদীতে পানি থাকতো।চির চিনা সেই বাংগালী আজ পানি শূন্য।এখন আর নেই সেইদিন।কালের পরিক্রমায় গাইবান্ধা সাংঘাটা ঊপজেলার ও পাশের তিন ঊপজেলার বুক চিরে বয়ে যাওয়া সেই বাংগালী নদী হারিয়েছে তার নিজস্ব স্বকীয়তা।পরিনত হয়েছে আজ চাষাবাদের জমি হিসেবে।
এখন চৈত্রমাস শুরু হওয়ার আগে এই নদী হয়ে যায় পানিশূন্যে।নদীর তলদেশে পানি থাকলেও চাষাবাদ চলে পুরোদেমে।হারিয়ে গেছে নদীর গভীরতা।নদীর বেশীর ভাগই এখন সমতল ভুমিতে পরিনত হয়েছে।বরো ধান,মিষ্টি আলু,আখ,ভুট্টা এবং বিভিন্ন জাতের ডাল,মরিচ ও ফসলের চাষ হচ্ছে নদীর অববহিকায়।এভাবে আলাই বাংগালী নদী হারিয়েছে তার স্বকীয়তা।
ঊপজেলা নির্বাহী অফিসার সরদার মোস্তাফা শহীন বলেন,শুষ্ক মৌসুমে পানি না থাকা এসব নদী খননের জন্যে পানি ঊন্নয়ন বোর্ডের সাথে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্হা নেয়া হবে।
আপনার মতামত লিখুন :