প্রতিষ্ঠানটির নাম ঊৎসব স্যাটেলাইট।প্রতিষ্ঠান স্হানীয় আমবাগান,গেরুয়া,ইসলামনগর বটতলা এলাকায় অবস্হিত।তারা প্রায় ১৯০ টি বাসায় ইন্টারনেট ও ৩৫০ টি বাসায় ডিসলাইন সেবা দেয়।
ঘটনার বিবরনে জানা যায়,জাহাংগীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের কয়েকজন নেতা কর্মীর বিরুদ্ধে ব্যবসার ৫০ শতাংশ ভাগ দাবী করে।এতে কর্তৃপক্ষ তাদের এ অনৈতিক দাবী পূরনে অস্বীকৃতি জানালে,মালামাল লুটের অভিযোগ পাওয়া যায়।বৃহস্প্রতিবার সন্ধ্যায় প্রতিষ্ঠানে ঘটানাটি ঘটে।
প্রত্যক্ষদর্শী জানায়,বৃহস্প্রতিবার সন্ধ্যায় ছাত্রলীগের কয়েকজন নেতার নেতৃত্বে ১৪/১৫ জনের একটি দল ঊৎসব স্যাটেলাইট দোকানের তালা ভেংগে মালামাল লুট করে নিয়ে যায়।
প্রতিষ্ঠানটির মালিক পক্ষে লোক মো আল আমিন বলেন,ঢাকা জেলার ঊত্তরের সহ সভাপতি জাহিদুল হক এবং স্হানীয় ছাত্রলীগের কয়েকজন নেতা আমার কাছ থেকে অনেকদিন ধরে ব্যবসার ৪০ শতাংশ ভাগ দাবী করে আসছিল।
আল আমিন আরো বলেন,এসব ঘটনার পর ১৩ ই ফ্রেবুয়ারী সন্ধ্যায় ছাত্রলীগের কয়েকজন নেতা আমার প্রতিষ্ঠানর এসে ডিসলাইনের সার্ভার রুমের সব যন্ত্রপাতি রিক্সা করে নিয়ে যায়। যাওয়ার সময় বলে,প্রতিষ্ঠানের ভাগ না দিলে আমাকে ওআমার প্রতিষঠানকে দুনিয়া থেকে তুলে দিবে বলে হুমকি দেয়।আল আমিনের স্ত্রীও একই বক্তব্য ব্যক্ত করে।
এ বিষয়ে বিশ্ববদ্যালয় ছাত্রলীগের সভাপতি আক্তারুজ্জামান সোহেল বলেন,এ ধরনের ঘটনা ছাত্রলীগের নেতা কর্মীরা করছেন বলে আমার জানা নাই।অভিযোগের সত্যতা প্রমানিত হলে,ব্যবস্হা নেয়া হবে।
আপনার মতামত লিখুন :