নিত্যপ্রয়োজনীয় জিনিস পত্রের দাম আকাশচুম্বী।দিন দিন বেড়েই চলছে।জ্বালানীর দাম বাড়ানোর সাথে সাথে সব জিনিসের দাম বেড়েছে শতকরা ৩০-৪০ ভাগ।কাঁচা মরিচ বিক্রী হচ্ছে ৩০০ টাকায় কেজি।যেখানে গত এক মাস আগেই ছিল ১০০ টাকায় কেজি।চাল ৬০-৭০ টাকা কেজি।সয়াবিন তেল ১৯৮ টাকা,আটা ৬৫ টাকা,ময়দা ৭৫ টাকা।মুরগী(ফার্ম) ২৫০ টাকা,ডিমের ডজন ১৮০ টাকা।অর্থাৎ বলতে গেলে, জিনিসের দাম এখন লাগামহীন।
ব্যবসায়ী আনোয়ার জানায়,সরবরাহ নেই বলে সব জিনিসের দাম বেড়েছে।এদিকে জ্বালানীর মূল্য বৃদ্ধিতেও মালের ঊপর কষ্ট বেড়ে গেছে।যার কারনে আমাদের বেশী দামে মালামাল ক্রয় করতে হচ্ছে।তিনি আরো বলেন ,মানুষের খরচ বেড়েছে আয় বাড়েনি। এ অবস্হায় সাধারন মানুষের মাঝে বিরাজ করছে আস্হিরতা।জিনিসের লাগামহীন মূল্য বৃদ্ধির কারনে জনগন আজ উদ্বিগ্ন ,ভূগছে হতাশায়।পাড়ি দিচ্ছে অজানা এক ভবিষ্যতের মধ্য দিয়ে।এই যেন “মরার ঊপর খরার ঘা”। এই কেমন বেহেস্ত?যেখানে একবেলা খেতে হিমশিম খেতে হচ্ছে?
বিডি টুডে নিঊজ
আপনার মতামত লিখুন :