দেশে অনেক শিক্ষার মানসম্পন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয় রয়েছে।যে বিশ্ববিদ্যালয় সমূহ অনেক ভাল পাবলিক বিশ্ববিদ্যায়ের চেয়ে।সেই বেসরকারি বিশ্ববিদ্যালয় গুলোতে আছে শিক্ষার অনুকুল পরিবেশ।বর্তমানে যে অসুস্হ রাজনীতির ধারা পাববিক বিশ্ববিদ্যালয় গুলোতে রয়েছে,তা কিন্ত বেসরকারি বিশ্ববিদ্যায়গুলোতে নাই।শিক্ষার মানও অনেক ভাল।
দেশের পাবলিক বিশ্ববিদ্যালয় সমূহে ভর্তির প্রতিযোগিতার কারন হলো,দেশের মানুষের আর্থিক প্রেক্ষপট।আমাদের দেশের মানুষ ৮০ শতাংশ মধ্যবিত্ত ও নিম্নমধ্যবিত্ত।যাদের পক্ষে সম্ভব হয়ে ঊঠে না ,একটা বড় অংকের টাকা খরচ করে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে।তাই তারা ছুটে পাবলিক বিশ্ববিদ্যায়ে।অর্থাৎ কম খরচে শিক্ষা।যার কারনে পাবলিক বিশ্ববিদ্যায় গুলোতে বেড়ে যায় ভর্তি প্রতিযোগিতা।এটাকে অনেকে ভাল শিক্ষার মানদন্ড মনে করে।আসলে কিন্তু তা নয়।ভাল ছাত্ররা ভর্তি হয় বলে ভাল ফলাফল।এখানে বিশ্ববিদ্যালয় ফ্যাক্টর নয়।ফ্যাক্টর হলো,ভাল ছাত্র।আপনি সেখানে পড়েন,যোগ্যতা আপনার ,বিশ্ববিদ্যালয়ের নয়।ভাল ফলাফলই যোগ্যতা যাচাইয়ের মাপকাঠি।
আমাদের মনে রাখতে হবে,বিশ্বের নামকরা ভার্সিটি গুলো পাবলিক নয়,বেসরকারি।যেমন হার্ভার্ট বিশ্ববিদ্যালয় এবং আমেরিকার অক্সফোর্ড বিশ্ববিদ্যায়।দেশেও আছে অনেক নামকরা বেসরকারি ইস্কুল ও কলেজ।ঢাকা নটরডেম ও ঊদয়ন ইস্কুল এন্ড কলেজ।তাই ঢালাও ভাবে বলা যাবে না সরকারি সব ভাল এবং বেসরকারি সব খারাপ।
গত মংগলবার ঊচ্চ শিক্ষায় গবেষনা ও বেসরকারি বিশ্ববিদ্যায় শীর্ষক এই অনুষ্ঠানের আয়োজন করে অনলাইন পত্রিকা বাংলা ট্রিবিঊন ও ইঊনিভর্সিটি আব লিবারেল আর্টস বাংলাদেশ ইউল্যাব।ইউজিসি সদস্য অধ্যাপক ডঃ মুহাম্মদ আলমগীর বলেন,আমি অবশ্যই একমত যে,পিএইচডি স্কলার ব্যতীত বিশ্ববিদ্যালয়ে গবেষনা হতে পারে না।পিএইচডি গবেষনা হচ্ছে মৌলিক এবং ইন্টেনসিভ।আপনারা কিছুদিনের মেধ্যে জানতে পারবেন,বেসরকারি বিশ্ববিদ্যালয় গুলোও পিএইচ দেয়ার অনুমতি পেয়েছে।
বিডি টুডে নিঊজ
আপনার মতামত লিখুন :