ঘুর্নিঝড় ইউনিসেরতান্ডবে বৃটেনে বিদ্যুৎ ব্যবস্হার চরম বিপর্যয়।ঝড়ের তান্ডবে এখনো দুই লাখের বেশী লোক বিদ্যুৎহীন অবস্হায় আছে।
প্রচন্ড শক্তিশালী ঘুর্নিঝড় ইউনিসের শুক্রবার বৃটেনে আঘাত হানে এবং প্রায় বিশ লাখের অধিক লোক বিদ্যুৎহীন হয়ে পড়ে।ব্রিটিশ এনার্জি নেটওয়ার্ক এসোসিয়েশন প্রায় বার লাখ মানুষের জন্যে বিদ্যুৎ ব্যবস্হা নিশ্চিত করে।তবে শনিবার পর্যন্ত দুই লাখেরও অধিক লোক বিদ্যুৎবিহীন ছিল।এদর অধিকাংশ বৃটেনের দক্ষিন অন্চলের বাসিন্দা।অবশ্য দেশটির পূর্ব অন্চল এবং দক্ষিন অন্চল এর অধিকাংশ লোক বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্হায় আছে।বৃটেন এবং জার্মানীসহ ইউরোপ এর বিভিন্ন দেশের ঊপর দিয়ে বয়ে যাওয়া ঘুর্নিঝড় ইভনিসের আঘাতে লন্ড ভন্ড হয়েছে সবকিছু।ঘুর্নিঝড়ের কারনে ইউরোপের এখন মৃতের সংখ্যা ষোল হাজার এরও অধিক।এছাড়া হতাহত হয়েছে অনেকজন।
আপনার মতামত লিখুন :