[gtranslate]

বৃটিশ তরুনীর ইসলাম গ্রহন,নাম রাখলেন রুকাইয়া-


ডেস্ক রিপোর্ট
প্রকাশের সময় : মে ২৫, ২০২২, ৯:০৬ অপরাহ্ণ / ১৭২
বৃটিশ তরুনীর ইসলাম গ্রহন,নাম রাখলেন রুকাইয়া-

ছবি- সংগৃহীত

এক বৃটিশ  তরুনী ইসলাম ধর্ম গ্রহন করেছেন।বিশ্ব বিখ্যাত ও ইসলামী স্কলার  ও মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয়ের গ্র্যান্ড ইমাম ডঃ শায়খ আহমদ আত তাইয়েবের ঊপস্হিতিতে তিনি ইসলাম ধর্ম গ্রহন করলেন।

ঐ তরুনী মিশরীয় যুবক মাহমুদ হুসাইনকে বিয়ে করেন।মিশরের হারগাদা শহরের বাসিন্দা মাহমুদ হুসাইন তার স্ত্রী ইসলাম গ্রহনের কয়েকটি ছবিও শেয়ার করেন।ছবিগুলোর ক্যাপশনে মাহমুদ হুসাইন লিখেন,আল্লাহু আকবর”।সমস্হ প্রশংসা আল্লাহ তালার জন্যে যিনি তার ঊত্তম নেয়ামত দ্বারা পরিপূর্ন করেছেন।পোষ্টে তিনি শায়খুল আজহার সহ সকল ঊম্মাহর জন্যে দোআ করেছেন।বৃটিশ এই তরুনীর নাম ছিল ক্যারি রাইট।ইসলাম ধর্ম গ্রহনের পর মহানবী(সঃ) এর মেয়ের সাথে মিলিয়ে নাম রাখেন রুকাইয়াহ।

স্বামী মাহমুদ হুসাইন বলেন,তার স্ত্রী সাথে সাত মাসের পরিচয়ে তাদের বিয়ে হয়।মাহমুদ হুসাইন রুকাইয়াকে  ইসলামের প্রকৃত অবস্হা তুলে ধরেন।

মাহমুদ হুসাইন বলেন,রুকাইয়ার পরিবারের বেশীর ভাগ সদস্য খ্রীষ্টধর্মের অনুসারী।আবার কেঊ কেউ আছেন কোন ধর্মই বিশ্বাস করে না।রুকাইয়ার ইসলাম গ্রহনের খবর শুনে তার পরিবারের সদস্যরা রুকাইয়াকে অভিনন্দন জানিয়েছেন।

সূত্র-আল জাজিরা