[gtranslate]

বুয়েটে ভর্তি-পদার্থ- রসায়নে ৯৩ শতাংশ নম্বরের সিদ্ধান্ত চালেঞ্জ করে রিট-


ডেস্ক রিপোর্ট
প্রকাশের সময় : এপ্রিল ২০, ২০২২, ১১:০৭ পূর্বাহ্ণ / ২৬৬
বুয়েটে ভর্তি-পদার্থ- রসায়নে ৯৩ শতাংশ নম্বরের সিদ্ধান্ত চালেঞ্জ করে রিট-

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্যে এইচএসসি বা সমমানের পরীক্ষায় পদার্থবিদ্যা ও রসায়নের প্রকিটিতে অন্তত ৯৩ শতাংশ নম্বর পেতে হবে।ভর্তিচ্ছুদের ঊপর আরোপিত এমন শর্তের বৈধতা চালেঞ্জ করে হাইকোর্টে রিট করেছে সুপ্রিম কোর্টের একজন আইনজীবি।

মংগলবার আইনজীবি মোং ইউনুস আলী আকন্দ জনস্বার্থে হাইকোর্টে রিট আবেদনটি করেন।বুয়েটে ভর্তি পরীক্ষায় এই বছর মাত্র বিশ হাজার আবেদনকারীকে সুযোগ দেওয়ার বিষয়েও চালেঞ্জ করা হয়েছে এই রিটে।
আবেদনে তিনি গত ১৬ ই এপ্রিল প্রকাশিত বুয়েটের বিজ্ঞাপন স্হগিত করতে হাইকোর্টকে অনুরোধ করেন।
আইনজীবি ইংঊচুস বলেন,বুয়েটে ভর্তিচ্ছুদের ৯৩ শতাংশ নম্বর পাওয়ার শর্ত ২৮(৩) ও ৩১ অনুচ্ছেদের সাথে সাংঘর্ষিক।
আজ বিচারপতি মোং মুজিবুর রহমান মিয়া ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেন্জে রিট আবেদনের শুনানি হওয়ার কথা রয়েছে।

বিডি টুডে নিঊজ
চট্টগ্রাম থেকে প্রকাশিত/